সামিদুল ভুয়া এনজিওর মাধ্যমে এলাকার সাধারন মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় আড়াই কোটি টাকা
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সদর উপজেলার বহুলী ধোপাপাড়া গ্রামের সাবেক মেম্বর জয়নাল আবেদীনের ছেলে সামিদুল ইসলামের বিরুদ্ধে রফিকুল ইসলাম নামে এক ভুক্তভোগী বাদি হয়ে গত ৩০/১২/১৯ দুর্নীতি দমন কমিশন দুদক বরাবর একটি অভিযোগ করেন।
সরজমিনে গিয়ে জানাযায় ২০১০ সালে সময়া’র নাম ব্যবহার করে প্রথমে "এডিপি" কৃষি উন্নয়ন কর্মসূচী নামে চালায় ভুয়া এনজিও চলে সঞ্চয় ও ঋণ কার্যকম।
এর ৩ বছর পরে আবার "ইছামতী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নামে করে আরও একটি নতুন সংস্থা, এনজিও আর সমবায় সমিতি মিলে বিভিন্ন এলাকার সাধারন মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় আড়াই কোটি টাকা।
১০১৯ সালের জুনে হটাৎ সকল কার্যকম বন্ধ করেদেন সামিদুল।
তবে ভুক্তভোগীদের অভিযোগ স্ত্রী আয়শা সিদ্দিকা সংরক্ষিত ওয়ার্ডে জয়ী হওয়ার পর থেকেই বেপরোয়া সামিদুল, জমি দখল, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, ঘর নির্মান-টিউবওয়েল-বিতরনসহ বয়স্কভাতার অর্থ আত্তস্বাতেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে।
স্থানীয় এক ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, ঋন দেওয়ার জন্য আমাকে অঙ্গীকার করে এবং একটি ব্যাংকের চেক দাবি করে এদিকে আমার অসুস্থ বাচ্ছার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন হওয়ায় আমি সামিদুলকে একটি চেক সাক্ষর করে দেই, এই ব্যপারে এলাকার অনেকেই জানে, এখন আমাকে ঋণ না দিয়ে আমার বিরুদ্ধে চেকের মামলা দিয়ে আমাকে হয়রানি করছে।
ধোপাপাড়া গ্রামের মজনু নামের এক ব্যক্তি জানান, সামিদুল অন্যায় ভাবে খোমতার অপব্যবহার করে আমাদের জায়গা দখল করেছে আর সেই জায়গায় এখন তার এনজিওর অফিস।
একই এলাকার বিশা নামের এক দিনমজুর বলেন, আমি গরিব মানুষ ছেলে মেয়ে সংসার নিয়ে খুব কষ্টে জিবন জাপন করি, সামিদুল আমাকে সরকার থেকে ঘর দিবে বলে আমার কাছ থেকে টাকা নিছে, আজকে একটা বছর যাবৎ আমি তার পিছনে ঘুরি, ঘর দেওয়ারও খবর নাই টাকাও ফেরৎ দেয়না, খালু আজ না কাল, কাল না পরশু।
এদিকে প্রতারণার অভিযোগ অস্বীকার করছেন সামিদুল, দায় ভার চাপিয়েছেন ম্যানেজারের উপর, সব টাকা ম্যানেজার নাকি একাই লুট করে নিয়েগেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমিতো কিছু করিনি, করেছে ম্যানেজার যাকে দায়িত্ব দেওয়া ছিলো, সদস্যরা যতো টাকা আমার কাছে পায় তার চেয়ে ডাবল টাকা আমি ম্যানেজারের কাছে পাবো।
সিরাজগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা আমাত-উল-ইলাহ খান বলেন,
যে কার্যক্রম তাদের দেখা যাচ্ছে সে কার্যক্রম কিন্তু তারা সমবায় সমিতির মাধ্যমে তারা করেনাই, তারা সাধারন মানুষকে ধোকা দেওয়ার সমবায়`র নাম সাইনবোর্ড ব্যবহার করেছে, ব্যক্তি বিনিয়োগে কাজ করছে। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
No comments