রুপকথা গল্প বলা প্রতিযোগীতায় পুরস্কার পেলেন ৪র্থ শ্রেনীর "তাবাসসুম শতলাজ"
নিজস্ব প্রতিবেদক :
কাইট বাংলাদেশ এর আয়োজনে "রুপকথা গল্প বলা" প্রতিযোগীতায় রাজধানী মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী স্কুলের ৪র্থ শ্রেনীর প্রতিভাবান ছাত্রী তাবাসসুম শতলাজ পুরস্কার পেয়েছেন।
রাজধানীসহ সারাদেশর বিভিন্ন স্কুল থেকে হাজার হাজার ছাত্র/ছাত্রী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তন হলে ২৫ জানুয়ারী (শনিবার) দুপুর ২ টার দিকে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়।
পরে প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকী ইনাম,চেয়ারম্যান বাংলাদেশ শিশু একাডেমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ড. উম্মে সালেমা বেগম,
অধ্যক্ষ উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,
মীর বরকত,
অধ্যক্ষ কন্ঠশীলন, সহ সকল ছাত্র/ছাত্রীদের অভিবাবক।
No comments