রাজশাহী-ঢাকা মহাসড় পুঠিয়ার শিবপুরে গরুবাহী নছিমুনের ধাক্কায় এক পথচারি নিহত!
পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহী-ঢাকা মহাসড় কে গরুবাহী নছিমুনের ধাক্কায় মুনসুর রহমান (৫৮) নামের এক পথচারি নিহত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১১টার দিকে পুঠিয়ার শিবপুরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে পবা হাইওয়ে পুলিশের শিবপুরহাট ফাঁড়ি ইনচার্জ কাজল কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করছেন। নিহত ব্যক্তি পুঠিয়া থানার বিড়ালদহ পশ্চিমপাড়া এলাকার তারু মন্ডলের ছেলে।
জানা যায়, রবিবার সময় অনুমান সাড় ১১ ঘটিকায়, নাটোর গুরুদাসপুর হতে, ছেড়ে আসা তিনটি মহিষসহ নসিমন গাড়ি, রাজশাহী-সড়কের বানেশ্বর শিবপুরহাট মোড় অতিক্রম করার সময়, মোঃ মুনসুর রহমান, হাইওয়ে রোড অতিক্রম করাকালেকালে , সজোরে ধাক্কা দেয়। এসময় রোডে পড়ে সে গুরুতর ভাবে আহত হলে, স্থানীয় লোকজন তাকে সিএনজি যোগে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্দেশ্যে নিয়ে যায়। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। স্থানীয়দের তোপের মুখে নসিমনের চালক, তার মহিষ ভর্তি নসিমন ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থলে শিবপুরহাট হাইওয়ে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে গাড়িটি আটক করেছেন। উল্লেখ্য, রাজশাহী-ঢাকা মহাসড়কে নছিমুন-করিমনসহ বিভিন্ন তিন চাকার অবৈধ যান চলাচল নিষিদ্ধ থাকলেও অলৌকিক ক্ষমতার দাপটে তা বেপড়য়া ভাবে চলাচল করছে। যার কারণে এই মহাসড়কে বেড়েই চলেছে মর্মান্তিক দুর্ঘটনা।
No comments