স্যাপ পজিটিভ ড্রিমল্যান্ড এর রাজশাহী সিটির ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এর সাথে সৌজন্য সাক্ষাত
রাজশাহী প্রতিনিধিঃ স্যাপ (সোস্যাল অ্যাকশন প্রজেক্ট) পজিটিভ ড্রিমল্যান্ড রাজশাহী সিটি কর্পোরেশন এর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে। গতকাল ২৫ জানুয়ারী শনিবার সন্ধ্যায় মহিষবাথান উত্তরপাড়া কাউন্সিলর এর কার্যালয়ে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন স্যাপ পজিটিভ ড্রিমল্যান্ড এর ইয়ুথ লিডার মোঃ দেলোয়ার হোসেন নয়ন, মানতাকা আক্তার প্রিতু, ফারজানা ইয়াসমিন, মেহেদী হাসান আকাশ, অরন্য সাবিহা ও স্যাপ এর মেন্টর ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার, রাজশাহী সিটি ইউনিট এর কর্মশালা বিষয়ক সম্পাদক আবদুস সালাম।
মেন্টর আব্দুস সালাম কাউন্সিলর এর সাথে সবার পরিচয় করিয়ে দেন। এর পর ইয়ুথ লিডাররা নিজে থেকে সবার পরিচয় দেন। মোঃ দেলোয়ার হোসেন নয়ন বলেন, আমরা মূলত কাজ করছি 'শিশু পারিবারিক যৌন হয়রানী' নিয়ে। ইতিমধ্যে আমরা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন করেছি এবং আগামীতে ও করব। ৫ নং ওয়ার্ড এ আমরা স্বপ্ন পূরন স্কুলে স্কুল ক্যাম্পেইন করেছি এবং পরবর্তিতে সেই সকল শিশুদের অভিভাবক নিয়ে উঠান বৈঠক করেছি।
সবাইকে স্বাগত জানিয়ে ওয়ার্ড কাউন্সিলর বলেন, আপনারা এসেছেন আমার সাথে দেখা করতে, আমি খুশি হয়েছি। আমি আর ও খুশি হয়েছি এটা শুনে যে আপনারা আমার ওয়ার্ড এ সচেতনতা মূলক কাজ করছেন। এর আগে ও ব্রিটিশ কাউন্সিল এর প্রোডিজি প্রোজেক্ট ও এসেছিল আমার সাথে দেখা করতে। আমি সর্বাত্বক সহযোগীতা করেছি। আপনারা ও আমার সম্পুর্ন সহযোগীতা পাবেন।
সব শেষ এ কাউন্সিলর ৫ নং ওয়ার্ড এর রাজপাড়া, আদিবাসী পল্লি ইত্যাদি জায়গাতে প্রোগ্রাম করার কথা বলেন। চা চক্রের মধ্য দিয়ে শেষ হয় সাক্ষাতকার।
No comments