Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহীতে মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এ সচেতনতা মূলক স্কুল ক্যাম্পেইন আনুষ্ঠিত।


    রাজশাহী প্রতিনিধিঃ স্যোসাল একশন প্রোজেক্ট - স্যাপ 'পজিটিভ ড্রিমল্যান্ড' এর শিশু পারিবারিক যৌন হয়রানী প্রতিরোধ এ নগরীর ৫ নং ওয়ার্ড অধীনস্থ মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এ সচেতনতা মূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১.৪৫ মিনিটে এই ক্যাম্পেইন শুরু হয়ে প্রায় ১.১০ মিনিটে শেষ হয়। এতে অংশগ্রহণ করে বিদ্যালয় এর ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর মোট ৫০ জন ছাত্রীরা।

    ক্যাম্পেইনটি পরিচালনা করেন স্যাপ- পজিটিভ ড্রিমল্যান্ড এর ইয়ুথ লিডার মোঃ দেলোয়ার হোসেন নয়ন, মোসাঃ মানতাকা প্রিতু ও মোঃ মেহেদী হাসান আকাশ। একে একে বিভিন্ন সেশন নেওয়ার মধ্য দিয়ে ক্যাম্পেইন পরিচালিত হয়। ছাত্রীদের কাছে ক্যাম্পেইনটি ছিল উৎসাহ পুর্ণ।

    ইয়ুথ লিডার মোঃ দেলোয়ার হোসেন নয়ন বলেন, আমরা এই পর্যন্ত এটা দিয়ে মোট ৩টা স্কুল ক্যাম্পেইন শেষ করলাম। সব দিক থেকে এই স্কুলের মেয়েরা অনেক এগিয়ে। এরা সব কিছু আগ্রহের সাথে শোনার ও বোঝার চেষ্টা করে।

    মানতাকা আক্তার বলেন, স্কুল ক্যাম্পেইন প্রায় শেষ আমাদের, এখন সময় সার্ভে করার। সার্ভে শেষ এ এর ফলাফল দেখে বুঝতে পারব আসলে কতটুকু আমরা সফল।

    আকাশ বলেন, হেড স্যার এর সাথে কথা বলেছি, তিনি আমাদের সার্ভে করার অনুমতি দিয়েছেন। আমরা ঠিক করেছি আগামী মাসের শেষ এর দিকে সার্ভে করব। কারণ এখানে প্রশ্ন রেডি করার ব্যাপার আছে।

    পজিটিভ ড্রিমল্যান্ড এর মেন্টর আবদুস সালাম বলেন, আজ আমার পারিবারিক ব্যাস্ততার কারনে আমি উপস্থিত থাকতে পারিনি। কিন্তু আমার বিশ্বাস তারা ক্যাম্পেইন খুব ভালো ভাবেই সম্পন্ন করেছে। যদিও এরা নতুন তার পরেও অনেক পরিশ্রমী ও বুদ্ধিমান। এরা এর মধ্যদিয়েই তাদের কাঙক্ষিত সাফল্যে পৌঁছাবে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728