বাঘায় শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হত্যাকাণ্ডের প্রধান আসামি সুমন গ্রেফতার!
বাঘা(রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় ঘটনায় হত্যাকাণ্ডের প্রধান আসামি সুমন আলীকে (১৯) গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর একটার দিকে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম নিশ্চিত করেছিন।
তিনি বলেন, গতকাল বুধবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম র্যাব-৭ তাকে আটক করে। এর পরে তারা রাজশাহী র্যাব-৫ কে জানায়। র্যাব-৫ রাজশাহী জেলা পুলিশকে জানায়। র্যাব-৫ জেলা পুলিশের কাছে হস্তান্তর করবে বলে জানান তিনি।
অন্যদিকে, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রধান আসামি সুমন আলী পলাতক ছিলেন। তাকে আটক করা হয়েছে। তবে তাদের কাছে পৌঁছায়নি। এছাড়া এই মামলার সাত নম্বর আসামি পিন্টুকে আটক করা হয়। তিনি আরো বলেন, এর আগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল।
উল্লেখ্য, যৌন হয়রানির প্রতিবাদ করায় গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বাঘা উপজেলার সুলতান গ্রামে নাজমুল হোসেনকে (৩০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে বখাটেরা। এই ঘটনায় ২৩ জনের নাম উল্লেখসহ পাঁচজনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়।##
No comments