Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘা রুস্তমপুর ভারতীপাড়ায় ইসলামী জালসা অনুষ্ঠিত


    নিজস্ব প্রতিবেদক, বাঘা : বাঘা উপজেলা রুস্তমপুর মধ্যভারতীপাড়া আয়েজুল্লাহ হাফেজিয়া মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে মাদ্রাসা কমিটির উদ্যোগে রুস্তমপুর আয়েজুল্লাহ হাফেজিয়া মাদ্রাসার মাঠে ইসলামী জালসা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়। জনাব ইঞ্জি: মোঃ আজদার হোসেন(সাজদার) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম (মাননীয় সংসদ সদস্য রাজশাহী-৬ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকার)।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মুক্তার আলী (সম্মানিত মেয়র, আড়ানী পৌরসভা)।
    আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ মোস্তফা কামাল (চেয়ারম্যান বাংলাদেশ ড্রিম হাউজ ফাউন্ডেশন)। জনাব মোঃ ইমান আলী সরদার, জনাব মোঃ মোশারফ হোসেন লিটন, জনাব মোঃ জয়নাল আবেদীন, জনাব মোঃ মাহাতাব আলী, অধ্যাপক মোঃ গোলাম পাঞ্জাতন সরকার,(সভাপতি অস্ত্র মাদ্রাসা ও জলসা পরিচালনা কমিটির) জনাব মোঃ আজিবর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি ডঃ মোহাম্মদ কাবীরুল ইসলাম ( সহকারী সম্পাদক,মাসিক আত্তাহারিক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ) ২য় বক্তা, হাফেজ মোহাম্মদ আলী বিন মুক্তার (চরকুসাবাড়ী হাফেজিয়া মাদ্রাসা, সিরাজগঞ্জ) ও স্থানীয় ওলামায়ে কেরাম কুরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728