বাঘায় হাতুড়িপেটায় ওয়ার্ড অ’লীগের সম্পাদক আহত
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
বাঘায় আড়ানি পৌরসভার ৪নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক বজলুর রহমানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। শনিবার (১৫-০২-২০২০) আড়ানি পৌর বাজারে এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় বজলুর রহমান বাদি হয়ে বাঘা থানায় ৫জনের বিরুদ্ধে মারধর করে ৬৪ হাজার ৪শ’টাকাসহ মোবাইল ফোন নেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত বজলুর রহমান পৌর সভার নূরনগর গ্রামের মৃত ওবাইদুর রহমানের ছেলে।
অভিযোগে জানা যায়, শনিবার সকালের দিকে বাজার করার জন্য আড়ানি বাজারে যান বজলুর রহমান। এ সময় একই পৌরসভার হামিদকুড়া গ্রামের শাহাদুল, ওয়াহেদ আলী, মিঠু প্রামানিক, নিশান আলী,আরিফুল ইসলাম ও তার ভাই শরিফুল ইসলাম অতর্কিত হামলা চালিয়ে হাতুড়ি, লোহার রড়, দিয়ে শরীরের বিভিন্নস্থানে পিটিয়ে জখম করে। বাজারের লোকজন এগিয়ে আসলে তারা চলে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসা দেওয়া হয়। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।##
No comments