চারঘাটে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন ও খেলাধুলার আয়োজন
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে চারঘাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলার আয়োজন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষারের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহন করে।
শুক্রবার সকাল ১০ টায় চারঘাট উপজেলার খোর্দ্দগোবিন্দপুর হাফিজিয়া সালাফিয়া মাদ্রাসার শিক্ষার্থীর নিয়ে খেলাধুলার আয়োজন করা হয়। খেলা শেষে মাদ্রাসার শিশুদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও ভালবাসা দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। এসময় সরদহ মহা শ্বশান ঘাটে বৃক্ষ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষার,খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম রশিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ড আ'লীগের সাধারন সম্পাদক লাভলু ইসলাম,সরদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জাহান রাব্বি,ভায়ালক্ষীপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জাহিদ হাসান শুভ,৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাইমুর রশীদসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষার বলেন, আমাদের সমাজে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। আর তাই সুযোগ থাকলে প্রয়োজনমত সকলকে কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে। তবেই সবুজ শ্যামল বাংলা গড়ে উঠবে।এজন্য পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবস উপলক্ষে আমরা বৃক্ষ রোপনের আয়োজন করেছি।
No comments