চারঘাটের আবাসনগুলোতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার
আব্দুল মতিন,চারঘাট:
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ থেকে দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এতে গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না।
রাজশাহীর চারঘাট উপজেলার আবাসন প্রকল্পের করোনার কারনে কর্মহীন হয়ে বাড়িতে বসে থাকা পরিবারগুলোর জন্য উপহারসরুপ খাদ্য-সামগ্রী পাঠিয়েছেন রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
চারঘাট উপজেলার ০৭টি আবাসন প্রকল্পের ৮শ টি পরিবারের কাছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দেন চারঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফকরুল ইসলাম।
এসময় চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল- ১০ কেজি চাল, ০২ কেজি মুড়ি, ০২ কেজি আটা, ০২ কেজি ডাল, ০২ কেজি তেল, ০১ কেজি চিনি, ০১ কেজি লবন, ৫০০ গ্রাম গুড়া দুধ, ৫০০ গ্রাম খেজুর ও একটি সাবান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আবাসনের কর্মহীন হতদরিদ্ররা।
তারা বলেন, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপদে আপদে সবসময়ই আমাদের পাশে থাকেন। এই মহাবিপদের সময় তিনি খাবারসহ প্রয়োজনীয় জিনিস পাঠিয়েছেন। তিনিই আমাদের প্রকৃত বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের এমপি শাহরিয়ার আলমের জন্য আমরা মন থেকে দোয়া করি।
এ বিষয়ে চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপহার আবাসনের কর্মহীন হতদরিদ্রের হাতে তুলে দিলাম। তিনি সব সময়ই চারঘাটের সাধারন জনগনের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন। পর্যায়ক্রমে চারঘাট উপজেলার প্রতিটি কর্মহীন পরিবারের কাছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ উপহার পৌঁছে যাবে। চারঘাটের কোনো মানুষকে না খেয়ে থাকতে হবেনা।
এ সময় সকলকে সচেতন থাকতে সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার, জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়া এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানানোর পাশাপাশি সরকারী নির্দেশনা মেনে ঘরে থাকার অনুরোধও জানান উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
No comments