চারঘাট গোয়ালঘরে আগুন লেগে, ঘরে থাকা গরু-ছাগল পুড়ে ছাই!
আব্দুল মতিন ,চারঘাট:
চারঘাট উপজেলা জোতরঘু গ্ৰামে গতকাল সোমবার গোয়ালঘরে আগুন লাগে এবং পৃথক পৃথক ভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় বাড়ির মালিক মোঃ মুজাম আলী (৫০) নামের এক ব্যক্তির একটি গরু ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। ও পাশের বাড়ির মালিক মোঃ মতিউর রহমানের বাড়িতেও এ আগুন ছড়িয়ে পড়ে এতে -ঘরে থাকা পিঁয়াজ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এতে তাদের ২-৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় ,ক্ষতিগ্রস্ত ব্যক্তি মোঃ মুজাম আলী জানান, গতকাল রাত্রি তিনটায় আগুন লাগার পর পরই চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাঘা ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মোশারফ হোসেন বলেন, মুঠো ফোনে খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি। অগ্নিকান্ডে দুইটা বাড়িতে প্রায় ২-৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ ড্রিম হাউস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জোতরঘু জামে মসজিদের সভাপতি ডাঃ মোস্তফা কামাল বলেন,রাতে ঘটনাটি শোনার পর তার বাড়িতে গিয়ে জানতে পারি গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জালানো হয়েছিল যেকোনোভাবে এ কয়েলের আগুন পাশে থাকা খড়ির ঘরে গিয়ে ধরে যায় আর ওখান থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।
No comments