Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে প্রশাসন


    নিজস্ব প্রতিবেদক,চারঘাট:
    করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে সরকারী নির্দেশে গোটা দেশ লকডাউন। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। ঠিক তখন নিজের নিরাপত্তার কথা না ভেবে সামাজিক দুরুত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিত করা, অসহায় মানুষদের খাবার পৌছানো, দ্রব্য মূল্যের বাজার নিয়ন্ত্রন এবং মানুষকে ঘরে ফেরাতে কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান ও মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু। যেন প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন তারা তিনজন।

    চারঘাট উপজেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন নির্দেশনা ও উদ্যোগ বাস্তবায়নের জন্য নিরলস কাজ করে চলেছেন তারা।

    সকাল হলেই বেরিয়ে পড়েন উপজেলার বিভিন্ন হাট-বাজারে। করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে দিন রাত মাঠে থাকছেন তারা।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, করোনা ভাইরাস কোভিড-১৯ এর মোকাবেলায় সর্তকতা অবলম্বন বিষয়ক পরামর্শসহ দু:স্থ ও অসহায় মানুষদের মাঝে সরকারী বরাদ্দকৃত ত্রান সামগ্রী বিতরণ করছেন।

    উপজেলা ও এলাকাবাসীকে সামাজিক দুরুত্ব বজায় না মানার কারনে বিভিন্ন ব্যক্তি , প্রতিষ্ঠান ও নিত্য দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান পরিচালনা করে জরিমানা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা।

    এছাড়াও সরকারী নির্দেশনা অমান্য করে অহেতুক ঘোরাফেরা ও দোকানপাট খোলা রাখায় উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ পর্যন্ত ২২ জনকে ২১ হাজার ৩ শত টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান ।

    করোনা প্রতিরোধে উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক দুরুত্ব বজায় রাখতে মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু আইন শৃংখলা বাহিনীর সকল সদস্যদের নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728