চারঘাটে ভ্যান চালককে ছুরিকাঘাত: ভ্যানসহ আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
রাজশাহীর চারঘাটে ভ্যান চালককে ছুরিকাঘাত করে ভ্যান কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে চারঘাট-বানেশ্বর মহাসড়কের মহিলা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষারসহ কয়েকজন আহত অবস্থায় ভ্যান চালক রফিকুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে আসামী গিয়াস উদ্দিনকে ভ্যানসহ গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। এছাড়াও চোরাই গরুসহ দুই গরু চোরকে আটক করা হয়েছে।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সমিত কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত গিয়াস উদ্দিনের বাড়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বৈরাগীরচর গ্রামে। সে ওই এলাকার জিয়ারুল ইসলামের ছেলে।
তিনি আরও জানান, বুধবার রাতে ভ্যান কেড়ে নিয়ে গিয়াস উদ্দিন তার শশ্বুর বাড়ী সারদা এলাকার কুঠিপাড়া গ্রামের নবাব আলীর বাড়ীতে আত্মগোপন করেছিল। সেখান থেকে তাকে ভ্যানসহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
No comments