চারঘাটে তরুণদের উদ্যোগে দরিদ্র ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
আব্দুল মতিন, চারঘাট:
করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ঘরে থাকা দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে চারঘাট উপজেলা ডাকরা গ্রামের একদল তরুণ।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে চারঘাট উপজেলার ডাকরা গ্রামের বিভিন্ন স্থানে দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো হয়। এ সময় ৩০০ পরিবারের মাঝে ৩কেজি চাল,৫০০গ্রাম ডাল,১কেজি ময়দা বিতরণ করা হয়েছে।
চারঘাট উপজেলা ডাকরা গ্রামের তরুণ সব বন্ধুরা মিলে নিজেদের মধ্যে টাকা তুলে এ ত্রাণ বিতরণ করেন। বিতরণকালে তারা সব সদস্য উপস্থিত ছিলেন, আহসান হাবীব (কাজিম), আব্দুল মালেক, ডাঃ বিলাশ, আলমগীর হোসেন, রাজন, আরিফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আহসান হাবীব (কাজিম) তিনি জানান, দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের সবার উচিত গরীব ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো। সরকারের পাশাপাশি আমরা যদি প্রত্যেকে নিজ নিজ এলাকার দরিদ্রদের সহযোগিতায় এগিয়ে আসি, তাহলে করোনাযুদ্ধে আমরা অবশ্যই জয়ী হবো।
তিনি বলেন, ত্রাণ দেওয়ার পাশাপাশি এলাকার মানুষের মাঝে করোনা প্রতিরোধে কি করণীয় তা তুলে ধরা হয়েছে। সবাই যাতে নিয়মিত সবান দিয়ে হাত পরিষ্কার রাখে, জনসমাগম এড়িয়ে চলে সে বিষয়েও সচেতনতা কার্যক্রম চালানো হয়েছে গ্রামে। ত্রাণ বিতরণ ও সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
No comments