Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাট পৌরসভার কর্মহীনদের মাঝে যুবলীগ সভাপতির ধারাবাহিক ত্রাণ বিতরণ

    নিজস্ব প্রতিবেদকঃ
    নভেল করোনাভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন,অসহায় ও দরিদ্র মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চারঘাট উপজেলা শাখার সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন।

    করোনা আতঙ্ক শুরুর পর থেকে ইতিমধ্যেই চারঘাট পৌরসভায় ১ম ও ২য় দফায় ত্রান বিতরণ শেষ করেছেন। গতকাল বুধবার সকাল থেকে ৩য় দফায় খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন তিনি।

    বুধবার পৌরসভার মিয়াপুর,গোপালপুর,মেরামাতপুর, মুক্তারপুরসহ বিভিন্ন জায়গার ২০০ জন কর্মহীন ও দরিদ্র মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন এই নেতা।

    পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে ত্রান সামগ্রী নিয়ে নিজহাতে তুলে দিচ্ছেন কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে। তার ত্রানের প্রতি প্যাকেটে আছে চাল,ডাল,লবন,মরিচ,ছোলা,খেজুর,আলু,মিষ্টি কুমড়া ও পুইশাক।

    এদিকে যুবলীগ সভাপতির খাদ্য সামগ্রী পেয়ে খুশি হয়েছেন পৌরসভার সাধারন মানুষ। তাদের মধ্যে মিয়াপুর গ্রামের সাহাব উদ্দীন বলেন, পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা কেউ আমাদের খোঁজ খবর নিচ্ছে না। এমন সময় মামুন ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা প্রাণভরে দোআ করি, আল্লাহ তাকে আরো দান করার ক্ষমতা প্রদান করুন।

    উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন বলেন, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভাইয়ের নির্দেশে মহামারি করোনায় কর্মহীন সাধারন মানুষের কাছে খাদ্যসামগ্রী বিতরণ করছি। আমার সামর্থ্য অনুযায়ী করোনা শুরুর প্রথম থেকেই সহযোগিতার হাত নিয়ে পৌরবাসীর পাশে আছি এবং আগামীতেও থাকবো।

    রাষ্ট্রীয় নির্দেশনা মেনে করোনা ভাইরাসের এই মহামারি থেকে বাঁচতে ধৈর্যসহকারে ঘরে থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন, পৌরসভার বিভিন্ন এলাকার মানুষ কর্মহীন হয়ে পড়ায় খাদ্য সংকটের মধ্যে দিন পার করছে। আমার সাধ্যের মধ্যে এসময়ে কর্মহীন এসব মানুষের পাশে দাড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। সমাজের বিত্তবানদেরও কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান এই  যুবলীগ নেতা।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728