চারঘাটে ত্রান বিতরণে অনিয়মের অভিযোগে পৌর কাউন্সিলর সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে রাজশাহীর চারঘাট পৌরসভার ০৬নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পৌর কতৃপক্ষ জানায়, রাজু আহমেদের বিরুদ্ধে ত্রান বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠে। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম অনিয়মের অভিযোগগুলো তদন্ত করেন।
তদন্তে ত্রান বিতরণে অনিয়ম প্রমাণিত হয়। তদন্তের প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগকে পাঠালে স্থানীয় সরকার বিভাগ রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে।
সাময়িক বরখাস্তের সত্যতা নিশ্চিত করে চারঘাট পৌর সচিব রবিউল ইসলাম বলেন, রাজু আহমেদকে ত্রান বিতরণে অনিয়মের কারনে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে আমি বার্তা পেয়েছি।
No comments