চারঘাটে থার্মাল স্ক্যানার নিয়ে পুলিশের চেকপোস্ট, চলাচল সীমিত
আব্দুল মতিন, চারঘাট:
চারঘাটে থার্মাল স্ক্যানার দিয়ে একজনের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছে পুলিশ।
রাজশাহীর চারঘাট উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া উপজেলার প্রবেশ পথে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে পুলিশ। বিনা প্রয়োজনে কাউকে প্রবেশ বা বের হতে দেওয়া হচ্ছে না। থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করে তবেই যাতায়াত নিশ্চিত করা হচ্ছে।
জরুরি সেবার আওতায় থাকা ওষুধ, খাদ্য, জরুরি পণ্যবাহী পরিবহন, রপ্তানি পণ্যবোঝাই পরিবহন ও রোগী সমেত অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না।
মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজশাহী জেলাকে লকডাউন ঘোষনার পর থেকেই উপজেলার বিভিন্ন সড়কের মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো চেকপোস্টগুলোতে পুলিশের এ ব্যাপক কর্মতৎপরতা লক্ষ্য করা যায়। তবে এই কড়াকড়ির মধ্যেও নানা ছুতোয় বের হচ্ছেন অনেকে। অহেতুক ঘোরাঘুরি করলে পুলিশের প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছে। তবে অধিকাংশকেই চেকপোস্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিবন্ধকতা তৈরি করে মানুষের চলাচলও সীমিত করা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে পায়ে হেঁটেও কাউকে এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশ ও বের হতে দেওয়া হচ্ছে না।
পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহর নির্দেশনায় চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সমিত কুমার কুন্ডুর নেতৃত্বে চারঘাট উপজেলার নাটোর জেলার সাথে সরাসরি একমাত্র প্রবেশ পথে (চারঘাট-বাগাতিপাড়া) চেকপোস্ট বসানো হয়েছে। ট্রাফিক পুলিশ বিভাগের সরবারহ করা পিপিই পরে পুলিশ সদস্যরা সেখানে রাত-দিন ২৪ ঘন্টা ডিউটি করছেন। সেখানে জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ও গাড়ি চলাচল সীমিত করা হয়েছে। জরুরি প্রয়োজনে কেউ আসলে চেকপোস্টে তাদের বিভিন্ন ধরনের তথ্য দিতে হচ্ছে। এরপর পুলিশ থার্মাল স্ক্যানার দিয়ে চেক করে তবেই পারাপার হতে দিচ্ছেন। এ সময় জনসাধারণকে প্রয়োজন ছাড়া ইজিবাইকে চলাচল বন্ধ ও মোটরসাইকেলে একজনের বেশি না বসা, বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সমিত কুমার কুন্ডু বলেন, সচেতনার পাশাপাশি সরকারের নির্দেশনাও মানতে হবে সবাইকে। কাউকে প্রয়োজন ছাড়া প্রবেশ বা বের হতে দিচ্ছি না। কষ্ট হলেও নির্দেশনা মেনে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান ও সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ করছি। গুরুত্বপূর্ণ স্থানে বসানো চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
No comments