চারঘাট উপজেলা এখন পর্যন্ত করোনা মুক্ত, কোয়ারেন্টিনে ২৫০ জন
আব্দুল মতিন,চারঘাট:
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রাজশাহীর চারঘাট উপজেলার সর্বমোট ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা করা নমুনায় কোনটাতেই করোনা ভাইরাসের জীবানু মেলেনি বলে নিশ্চিত করেছেন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ।
চারঘাটের পার্শ্ববর্তী দুই উপজেলায় (চারঘাট-বাঘা) করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পুঠিয়া উপজেলায় ০৫ জন এবং বাঘা উপজেলায় ০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
পাশের দুই উপজেলায় করোনাভাইরাস শনাক্তের পর থেকেই চারঘাট উপজেলা ঝুঁকিতে রয়েছে। এজন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগসহ সবগুলো দফতর সতর্ক অবস্থায় রয়েছেন। গতকাল সোমবার রাত ১২টা পর্যন্ত ২৫০ জনকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রন ও করোনা ফোকাল পারসন ডা. আতিকুল হক জানান, রাজশাহীর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা শুরুর পর থেকে গতকাল সোমবার পর্যন্ত করোনা সন্দেহে ১৯ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তার মধ্যে ১৩ টি নমুনা পরীক্ষার রেজাল্ট এসেছে যা সবগুলোই নেগেটিভ। আর ০৬ টি নমুনা পরীক্ষার রেজাল্ট এখনো পাওয়া যায়নি।
তিনি জানান, চারঘাট উপজেলা এখন পর্যন্ত করোনা মুক্ত। চারঘাটের পার্শ্ববর্তী দুই উপজেলা (পুঠিয়া ও বাঘা) তে করোনা রোগী শনাক্ত হয়েছে। এজন্য চারঘাট উপজেলাও ঝুঁকিতে রয়েছে। কিন্তু এখনো ঢ়াকা নারায়ণগঞ্জ ফেরত অনেকেই নিজেদের লুকিয়ে রাখতে চেষ্টা করছে। অসুস্থ থাকলে হাসপাতালের চিকিৎসকদের না জানিয়ে তথ্য গোপন রাখছেন। এটা অনেক দুঃখজনক। কারও মধ্যে করোনার একটুও উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নেবার অনুরোধ জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় আরো নতুন ০৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। আগের ১৩টি নমুনা পরীক্ষায় করোনার জীবানু মেলেনি। উপজেলার সর্বস্তরের মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি অযথা ঘর থেকে বের না হওয়া এবং সবাইকে বেশি বেশি করে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার আহবান জানান তিনি।
No comments