চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
রাজশাহীর দর্পণ, নিউজ ডেস্ক:
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুরু হলো সিয়াম সাধনার মাস। চাঁদ দেখা কমিটি জানিয়েছে ,পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।
আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) থেকে রমজান মাস গণনা শুরু হবে।
সেক্ষেত্রে আজ শুক্রবার রাতেই এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে এবং রোজা রাখতে শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
রাজধানীর বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
এদিকে, বর্তমানে করোনা পরিস্থিতির কারণে সরকার নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে এবার মসজিদে ১২ জনের বেশি নামাজ আদায় করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে।
No comments