Header Ads

  • সর্বশেষ খবর

    ধান কাটতে যাওয়ার পথে চারঘাট-পুঠিয়া সড়কে ভটভটি উল্টে চালকসহ ১৮জন আহত


     বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
     নিজ এলাকা ছেড়ে উত্তরে ধান কাটতে যাওয়ার পথে ভটভটি উল্টে চালকসহ ১৮(আঠারো) জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে বাঘা হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর সুজন (৩৫) নামের ১জনকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক ডা.নিপেদিতা চ্যাটারজি জানান, অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বুধবার (২২-০৪-২০২০) বাঘার আড়ানী ব্রিজের ওপারে চারঘাট-পুঠিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতের একজন জানান, পেছনের ভটভটি চালক সামনের ভটভটিকে ওভারটেক করে সাইড দিয়ে যাওয়ার সময় ধাক্কায় দুটো ভটভটি উল্টে গিয়ে সকলেই আহত হন।
    আহতরা হলেন- সাব্বির(১৮), রমিজুল(৫৮),মজনু(৩৫), সুজন(৩৫), আনার(৪০), আনোয়ার(৩৫), আফজাল(৬০),লিটন(২৫) সাজেদুল(৩৫), মন্টু(২৪), লিখন(২২), মিঠন (২০) ও জিয়াউর রহমানসহ ১৮জন।  এদের মধ্যে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার পাকুয়িনাকান্দি গ্রামের  জিয়াউর রহমান ছাড়া অন্যরা লালপুর উপজেলার বেরিলাবাড়ি-আটটিকা গ্রামের বাসিন্দা। আহতরা সকলেই বাঘা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে থানায় কেই কোন অভিযোগ করেননি। ##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728