Header Ads

  • সর্বশেষ খবর

    চিকিৎসার পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরন করলেন চারঘাটের ডাক্তাররা


    আব্দুল মতিন, চারঘাট:
    রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা ব্যাতিক্রম উদ্যোগ হাতে নিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা পরামর্শ দেবার পাশাপাশি খাদ্য সামগ্রীও বিতরন করছেন তারা। ডাক্তারদের ব্যাতিক্রম এ উদ্যোগ ব্যাপক প্রশংসনীয় হয়েছে উপজেলার সাধারন মানুষের কাছে।

    চারঘাট হাসপাতালের মেডিক্যাল টিম ফোন পেলেই ফোন কলে কিংবা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। করোনা উপসর্গ থাকলে তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পরীক্ষার জন্য পাঠানোসহ সবধরণের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তারা। এরফলে ঘরে বসেই রোগীরা চিকিৎসা সেবা পেয়ে নিজেদের সুরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত হচ্ছে। করোনা দূর্যোগকালীন সময়ে ডাক্তারদের এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষের ভেতর স্বস্থি ফিরেছে।

    করোনা মোকাবেলায় (টিএইচও) ডা. আশিকুর রহমানের নেতৃত্বে কার্যক্রম পরিচালনা করছেন করোনা রেসপন্স টিমের সভাপতি ডা. শহিদুল ইসলাম রবিন এবং করোনা ফোকাল পারসন ডা. আতিকুল হক। চারঘাট উপজেলাকে করোনা মুক্ত রাখতে রাত-দিন পরিশ্রম করছেন তারা। এদিকে করোনার কারনে বেকার হয়ে বাড়িতে বসে আছেন নিম্ন আয়ের মানুষজন। তাদের মধ্যে অনেকেই জেলার বাইরে থেকে এসে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন।

    আজ বৃহস্পতিবার সেসব হতদরিদ্রের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

    খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান, পৌর আ'লীগের সাধারন সম্পাদক একরামুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম রবিন, মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পারসন ডা. আতিকুল হকসহ প্রমুখ।

    এ বিষয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, আমরা সাধারন মানুষের কথা ভেবেই মোবাইল ফোনে পরামর্শ দেবার পাশাপাশি বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করছি। আর এখন অনেকেই কোয়ারেন্টিনে রয়েছে। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তহবিল থেকে তাদের কিছু সাহায্য করার চেষ্টা করেছি। সরকারি নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

    চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাতিক্রমী এসকল উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ডাক্তারা করোনা মোকাবেলায় একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। কাজেই সকলকে ডাক্তারের সঠিক পরামর্শ মেনে চলতে হবে। তিনি করোনা মহামারি মোকাবেলায় সবার নিজ নিজ অবস্থান থেকে সাধারন মানুষকে সহযোগিতায় এগিয়ে আসতে অনুরোধ জানান।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728