Header Ads

  • সর্বশেষ খবর

    নারী


     
    লেখক: সানজিদা আক্তার

    হ্যাঁ আমি নারী আমার সব অঙ্গ জুড়ে নারীর পরিচয়.. আমার অন্তরে নারীত্বের বসবাস, তাইতো অসহায়ত্বের সাথে আমার সহবাস৷          হ্যাঁ আমি নারী দেখার অধিকার আছে আমার  আছে আরও অধিকার রাষ্ট্রের দলিলে, আরও আছে ধর্মের মাঝে, তবে নেই অধিকার সমাজের বুকে! নেই কোন প্রকাশের অধিকার মুখে আমার কাঁটা তার বুকে আমার ক্ষত বাইরে আমার সুন্দর মলীন দেহ ভেতরে তার ক্ষত বিক্ষত আর যন্ত্রনা বাহির দেখে নেমে আসে শকুনের ছায়া ভেতর তো কেও হাতরায় না  বছরে একটা দিন নারী দিবস চরিদিকে নারীর আধিকারের কথা হৈ হৈ চৈ চৈ কত শ্লোগান সবখানে কত সম্মান নারীর জন্য সব শেষ সেই দিনের সাথে         হ্যাঁ আমি নারী আমার ভেতরের ক্ষত কেও দেখেনা পুরুষত্বের নিচে চাপা হাহাকার  নির্শব্দ কত শব্দ আর নির্বাক শত চাহুনি কোন প্রকাশ্যের ভাষা নেই নারী বলেই আজ চুপ আমি আমার নারীত্ব আজ আমার বুকের উপর এ যে ভীষণ ভারী           হ্যাঁ আমি নারী সমাজ দেইনা আমায় প্রতিবাদের ক্ষমতা সমাজের নেই আমাকে বোঝার ক্ষমতা সমাজ বলে পুরুষ স্বয়ংসম্পূর্ণ তুমি নারী,তুমি অসম্পূর্ণ  তিন কবুল করবে তোমায় সম্পূর্ণ এ সমাজকে বোঝায় কে ! এই তিন কবুল যে আমার শেকল তিন কবুলের পর  ঘরের চার দেওয়াল আমার ঠিকানা চার দেওয়ালের বোঝা  আর সম্পর্কের ঝুড়ি নরম কাঁধের ওপর এযেন দ্বায়িত্বের পর্বত এইতো আমার জীবন  এইতো আমি নারী    হ্যাঁ আমিই নারী    তবুও আমি পারি

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728