Header Ads

  • সর্বশেষ খবর

    দ্বিতীয় দফায় কর্মহীনদের পাশে চারঘাটের ডা. আলাউদ্দীনের পরিবার


    আব্দুল মতিন, চারঘাট:
    বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ থেকে দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না। রাজশাহীর চারঘাট উপজেলায় করোনার কারনে কর্মহীন হয়ে বাড়িতে বসে থাকা পরিবারগুলোর পাশে ২য় দফায় খাদ্য সামগ্রী বিতরন শুরু করেছে মরহুম ডা. আলাউদ্দীনের পরিবার।

    ২য় দফায় ০২ হাজার পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এর আগে উপজেলা জুড়ে ১ হাজার কর্মহীন পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। চারঘাটে উপজেলায় মরহুম ডা. আলাউদ্দীন পরিবারের দীর্ঘ দিনের সুনাম রয়েছে। যেকোন দূর্যোগ কিংবা অভাব অনটনে সব সময়ই মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন মরহুম ডা. আলাউদ্দিনের পরিবারের সদস্যরা।

    মরহুম ডা. আলাউদ্দিন আওয়ামী লীগ সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি সাধারন মানুষের কাছে দানশীল হিসাবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর পরে তার সূযোগ্য সন্তানরাও বাবার মত যেকোনো বিপদে সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছেন।

    সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার সকাল ০৮ টা থেকে ২য় দফা ত্রান বিতরন কার্যক্রম শুরু করেন ডা. আলাউদ্দিন পরিবারের সদস্যরা। এসময় বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। উপজেলার ০২ হাজার কর্মহীন পরিবার এ খাদ্য সামগ্রী পাবে।

    মরহুম ডা. আলাউদ্দিনের ছেলে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম বাদশা বলেন, করোনাভাইরাস প্রভাবে আমাদের এলাকার অনেক দিনমজুর ও অভাবগ্রস্ত মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। আমাদের পরিবারের পক্ষ থেকে ১ম দফায় এক হাজার অসহায় দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। ০২ দফায় আরো ০২ হাজার জনকে প্রদান করা হবে। আমাদের এ উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728