Header Ads

  • সর্বশেষ খবর

    অসহায় দুস্থ ভাসমান মানুষগুলোর পাশে দাড়ালো " Bangladesh United Youth Initiatives- BUYI"


    নিজস্ব প্রতিবেদকঃ
    কোভিড ১৯। অজানা একটি শঙ্কা।এতে করে ভয়ংকর একটি পরিস্থিতি তৈরি হয়েছ। যার ফলে নিস্তব্ধ হয়ে পড়েছে পুরো একটি পৃথিবী, একটি দেশ, পুরো জাতি। নিস্তব্ধ হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন, কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। অসহায় হয়ে পড়েছে গরীব- দুস্থ, নিম্ন আয়ের মানুষগুলো। চারিদিকে শুধু আর্তনাদ। অসহায় মানুষগুলো চেয়ে আছে দুমুঠো ভাতের জন্য।

    এসব পরিস্থিতি বিবেচনায় এনে এপ্রিল ১৬, ২০২০ তারিখে নগরীর কাদিরগঞ্জ, বেলদারপাড়া এলাকায় কিছু খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে অসহায় দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে "Bangladesh United Youth Initiatives -BUYI" নামক একটি অলাভজনক স্বেচ্ছাসেবী যুব সংগঠন। খাদ্য সামগ্রী গুলোর মধ্যে উল্লেখ্য যে চাল-৫ কেজি, ডাল-২ কেজি, তেল -হাফ কেজি, লবন- হাফ কেজি, পেঁয়াজ- হাফ কেজি, আলু-২কেজি।

    গত ১৬ ই এপ্রিল, ২০২০ তারিখে নিজ উদ্যোগে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা দিনভর পরিশ্রম এর মাধ্যমে অসহায় দুস্থ মানুষগুলোর বাড়ি বাড়ি গিয়ে উক্ত খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেয়। এসময় তারা প্রায় ১০০ পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এমতাবস্থায় উপস্থিত ছিলেন " Bangladesh United Youth Initiatives -BUYI" এর  প্রতিষ্ঠাতা "মোহাম্মদ শেখ মোসাব্বির রেজা" এবং প্রতিষ্ঠাতা সদস্য "আল কাভিউল সরকার তানজিম"। তারা বলেন যে করোনা পরিস্থিতিতে হাট - বাজার, দোকান পাট, যানবাহন সহ সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। বদলে গেছে সাধারণ মানুষের জীবন যাত্রা। কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর, শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো। করোনা পরিস্থিতি মোকাবেলায় এসব অসহায় ভাসমান মানুষগুলোর পাশে থাকার জন্যই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
    তারা আরও বলেন যে এটি তাদের একটি সম্মিলিত প্রচেষ্টা। তাদের এই পদক্ষেপটিতে  এগিয়ে আসেন নেদারল্যান্ড বসবাসরত এক প্রবাসী দম্পতি। তারা( প্রবাসী দম্পতি) মনে করেন যে দেশের এই ভয়ংকর পরিস্থিতিতে করোনা সংকট মোকাবেলায় তাদের উচিত নিজের দেশ নিজের জন্মভূমির মানুষগুলোর পাশে দাঁড়ানো। এ কারণে তাদের এই সম্বলিত প্রচেষ্টা।
    তাই আসুন তাদের মতো আমরাও চেষ্টা করি নীরবে নিভৃতে যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে অসহায় কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়াতে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728