Header Ads

  • সর্বশেষ খবর

    পুঠিয়ায় পুকুর খনন বন্ধে এলাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা


    পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর পুঠিয়ায় পুকুর খনন বন্ধে এলাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। এলাবাসীর অভিযোগ প্রশসনকে অবৈধভাবে পুকুর খনন বন্ধের জন্য একাধীক বার জানিয়েও কোন লাভ হয়নি। তাই তারা মানবন্ধন ও  প্রতিবাদ সভা করতে বাধ্য হয়ে সড়কে নেমেছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার ভালুকগাছি ইউনিয়নের  গোটিয়ার বিল সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্থানীয় শতাধিক এলাবাসী উপস্থিত হন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় একাধিক এলাকাবসীর অভিযোগ, বেশ কয়েক মাস ধরে উপজেলার ভালুকগাছি গোটিয়া বিলে প্রায় ৮০ বিঘা ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন পরিচালনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় এলাবাসী প্রশাসনকে লিখিত ভাবে অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পেয়ে আজ তারা সড়কে প্রতিবাদ করছে।
    জানাগেছে, পুঠিয়া উপজেলার পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার আব্দুল কাদের নামের একজন প্রভাবশালী মাৎস্য চাষী গোটিয়া বিলের জমির মালিকদের মোটা অংকের টাকার লোভ দেখিয়ে প্রায় ৮০ বিঘা জমিতে পুকুর খনন লিজ নেয়। এলাকার প্রভাবশালী একাধিক নেতাদের ছত্রছায়ায় গত কয়েকদিন ধরে পুকুর খননের কাজ শুরু করে। এ পুকুর খনন হলে বর্ষা মৌসুমে পুরো বিলের পানি বন্দি হয়ে পড়বে। ফলে অন্য জমি গুলো অনাবাদী হয়ে পড়বে। তাই পুকুর খনন বন্ধের দাবী এলাকাবাসীর। এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান জানান, বিষয়টি আমি শুনেছি। এলাকাবাসী অভিযোগের কারণে আমরা পুকুর খনন বন্ধের অভিযান চালিয়েছি। আমরা পুকুর খনন বন্ধ করে আসার পর গোপনে তারা পুকুর খনন শুরু করে। ঘটনাস্থলে পুলিশ ও মোবাইল কোর্টের টিম পাঠানো হয়েছে। #

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728