Header Ads

  • সর্বশেষ খবর

    ধামইরহাটে ৩ লক্ষ টাকার মাছ চুরি


    ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধি:
    ধামইরহাটে এক মৎস্যচাষীর ৩ লক্ষ টাকার মাছ চুরি করেছে দুর্বৃত্তরা। চোরেরা পুকুরের পাহারাদারকে মারপিট করে বেঁধে রেখে জাল দিয়ে মাছ তুলে নিয়ে যায়। এতে ওই মৎস্যচাষীর প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি হয়।
    জানা গেছে, উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত জগদল গ্রামের সহজ আহমেদের লীজকৃত দুই একর পুকুরে গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে এ মাছ চুরির ঘটনা ঘটে। এব্যাপারে ওই পুকুর পাহারাদার জগদল গ্রামের নুরুল ইসলামের ছেলে হেলাল হোসেন জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে ১৫-২০ জন লোক এসে তার হাত,পা বেঁধে এব চোখে কাপড় বেঁধে মারপিট করে ফেলে রাখে। এ সময় চোরের দল পুকুরে জাল নামিয়ে মাছ ধরে পিকআপ যোগে নিয়ে পালিয়ে যায়। পুকুরের লীজ গ্রহীতা সহজ আহমেদ বলেন,জগদল গ্রামের যোসেফ হাঁসদার দুই একর পুকুর তিন বছরের জন্য তিনি লীজ নিয়েছেন।
    লীজকৃত পুকুরে মাছ চুরির খবর পেয়ে তাৎক্ষনিক পুকুরে আসি। পরদিন সোমবার সকালে পুকুরে জাল দেয়া হলেও মাছ তেমন ধরা পড়েনি। তিনি আরও বলেন,চোরেরা দেড় থেকে ২ কেজি ওজনের রুই,কাতলা,মৃগেল,হাঙ্গেরী,সিলভার কার্প জাতীয় প্রায় ১৮ থেকে ২০ মণ এবং ২শত থেকে ৩শত গ্রাম ওজনের প্রায় ২০-২২ মণ মাছ চুরি করে নিয়ে গেছে। এতে তার প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি হয়। সহজ আহমেদ জগদল গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় ভুক্তভোগি মৎস্যচাষীর পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
    ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.শামীম হাসান সরদার বলেন, রাতে তাকে জানানো হলে পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728