Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় রাতের আঁধারে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমনের ত্রাণ বিতরণ


     বাঘা (রাজশাহী) প্রতিনিধি  ঃ
      রাজশাহীর বাঘায় করোনায় কর্মহীন অস্বচ্ছলদের মাঝে মানবিক সহায়তার  খাদ্য  সামগ্রী প্রদান করেছেন বাঘা উপজেলার দিঘা গ্রামের কৃতি সন্তান টাঙ্গাইল জজ কোর্টে কর্মরত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার। গত মঙ্গলবার (৫মে) রাতে গ্রামের অর্ধশতাাধিক অসহায় দরিদ্রদের বাড়িতে পৌঁছে দেন খাদ্য সহায়তার  চাল, ডাল ও আলু।
    ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার বলেন, করোনা সংকটে অনেক সামর্থ্যবান ব্যক্তিও বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। নাম-পরিচয় প্রকাশ পেলে অনেকে হয়তো চক্ষু লজ্জায় এ সহায়তা নিতে পারবেন না। এ জন্য রাতের আধারে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
    খাদ্য সহায়তা পাওয়া এক মহিলা বলেন, তাঁর স্বামী গত ৮ দিন হলো নওগাঁ জেলায় ধান কাটতে গেছেন। এখনো সপ্তাহ খানেক সেখানে থাকবেন। বর্তমানে বাড়িতে তেমন কোন খাবার ছিলো না। সুমনের খাবারে তাঁর অনেক উপকার হলো। সুমন একজন নিরহংকারী মানুষ। তিনি ঈদ, পূজাসহ বিভিন্ন সময়ে তাঁদের সহায়তা করেন।
    ##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728