Header Ads

  • সর্বশেষ খবর

    করোনায় আক্রান্ত রাবির এক শিক্ষার্থী


    রাবি প্রতিনিধি:
    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর ইব্রাহিমপুর এলাকায় নিজ বাসায় অবস্থানকালে ভাইরাসে আক্রান্ত হয়।

    সোমবার বিকালে আক্রান্ত শিক্ষার্থীর এক সহপাঠী এই তথ্য নিশ্চিত করেছেন।

    আক্রান্ত শিক্ষার্থীর বরাত দিয়ে তার সহপাঠী জানান, তার বাবা গত শনিবারে করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে গতকাল পরিবারের আরো ৩ জনের করোনা পরীক্ষা করানো হয়৷ এতে ওই শিক্ষার্থীর নমুনা পজিটিভ আসলেও, তার মা ও বড় ভাইয়ের করোনা নেগেটিভ এসেছে।

    আক্রান্ত শিক্ষার্থী বলেন, “বাবার করোনা পজিটিভ হবার পরই আমরা নিজ উদ্যোগে গতকাল টেস্ট করাই। আজ সকালে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছি। বর্তমানে আমি এবং আমার বাবা ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবো।”

    এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, বিষয়টি জেনেছি এবং ওই শিক্ষার্থীর পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728