চারঘাট উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত
আব্দুল মতিন চারঘাট:
চারঘাট উপজেলা ৬নং ভায়ালক্ষীপুর ইউনিয়ন জোতরঘু জামে মসজিদে শারীরিক দূরত্ব বজায় রেখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসুল্লিরা। নামাজ শেষে দেশের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় মুসুল্লিরা মহান রাব্বুল আলামিনের কাছে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।
সোমবার (২৫ মে) সকাল ৮:৩০মিনিটে জোতরঘু জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে শত শত মুসুল্লি অংশ নেন। এসময় তারা শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা নিয়ম মেনে কোলাকুলি ও হাত মেলানো থেকে বিরত থাকেন।
এদিকে চলমান পরিস্থিতিতে অন্যবারের মতো ঈদগাহে জামাত না পড়াসহ শারীরিক দূরত্ব নিশ্চিতে গণজমায়েত না করে ওজু ও জায়নামাজ নিয়ে ঘর থেকে বের হতে নির্দেশনা রয়েছে। তাই জোতরঘু জামে মসজিদের সভাপতি ডাঃ মোঃ মোস্তফা কামাল মুসুল্লিদের আইনশৃঙ্খলা মেনে নামাজ আদায় করার আহ্বান জানান এবং তিনিও নামাজে অংশগ্রহণ করেন।
চারঘাট উপজেলা জোতরঘু জামে মসজিদে প্রধান ঈদ জামাতে ইমামতি করেন , মুহাম্মদ ইমরান আলী। এ জামাতে অংশগ্রহণ করেন ইউপি সদস্য মো: তালেব হোসেন, সাবেক যুবলীগের সেক্রেটারি মোঃ নায়েব আলী, ডাঃ মোঃ তুষার মাহমুদ, সাংবাদিক মতিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা নামাজ আদায় করেন।
বাংলাদেশ ড্রিম হাউস ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডাঃ মোঃ মোস্তফা কামাল বলেন, প্রতিবছরের চেয়ে এবার আমরা অতি অল্প পরিসরে আইন শৃঙ্খলা মেনে জোতরঘু জামে মসজিদে শারীরিক দূরত্ব বজায় রেখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের নামাজ মসজিদে আদায় করেছি।
এদিকে চারঘাট উপজেলার বিভিন্ন কেন্দ্রীয় মসজিদগুলোতেও ভিন্ন ভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
No comments