পুঠিয়ায় মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
পুঠিয়া প্রতিনিধি : পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে জখমকৃত অজ্ঞাতনামা (৪৫) এক নারীর লাশ উদ্ধার করেছেন পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই নারী ভিক্ষুক হতে পারে। রাতের যে কোনো সময় মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
রোববার (১৭ মে) সকালে মহসড়কের উপজেলার শিবপুরহাট-বিহারীপাড়া মোড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী আমিরুল রুমি বলেন, সকাল আনুমানিক সাতটার দিকে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে অজ্ঞাতনামা একজন মহিলার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পবা হাইওয়ে পুলিশ (শিবপুরহাট) ফাঁড়িতে খবর দেয়া হলে তারা লাশ নিয়ে যায়। প্রাথমিক ভাবে দেখা গেছে ওই মহিলা মাথাসহ শরীরের কয়েকটি স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। নারীর গায়ের রং শ্যামলা। বয়স ৪৫ বছর হতে পারে। আশেপাশের গ্রামের লোকজনও তাকে চিনেন না।
এ ব্যাপারে পবা হাইওয়ে পুলিশ (শিবপুরহাট) ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক কাজল কুমার নন্দি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
তবে এখনো পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গতরাতে যে কোনো সময় মহাসড়ক পারাপার হতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। মাথায় গুরুতর আঘাতের কারণে তিনি মারা গেছেন। আমরা বিভিন্ন ভাবে ওই নারীর পরিচয় সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।##
No comments