ভোর রাতেই রাজশাহীতে অঝোরে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে যেন ঝরছে রহমতের বৃষ্টি। মঙ্গলবার দিবাগত পৌনে চারটার দিকে এ বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির আগে শুরু হয় দমকা হাওয়া। এরপর মুশলধারে শুরু হয় বৃষ্টি। যেন তেড়েফুঁড়ে বৃষ্টি ঝরতে থাকে রাজশাহীর মাটিতে। তবে বৃষ্টির সময় বিদ্যুৎ ছিলোনা নগর জুড়ে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃষ্টি আর বিদ্যুৎ না থাকায় অন্ধকারে সেহরি খেতে হয় রাজশাহী শহরসহ উপজেলার অনেক মানুষকে। এতে কিছুটা হলেও কষ্ট পেতে হয়েছে রোজাদারদের।তারপরেও বৃষ্টি যেন প্রশান্তির বাতাস বয়ে আনে গোটা রাজশাহীতে। গতকাল বিকেল থেকেই হালকা ঠান্ডা বাতাস বয়ছিল রাজশাহীজুড়ে। দুপুরে হালকা বাতাস ও ঝড়ের কারণে পরিবেশ ঠান্ডা হয়ে যায়।
এরপর রাতের বৃষ্টিতে হিমেল শীতল বাতাস বয়ে আনে চারিদিকে।
No comments