Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সুরক্ষা সরঞ্জাম বিতরণ

     
                                     ফাইল ফটো

    নিজস্ব প্রতিবেদক:
    সরকারী সরবরাহের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি তার নিজ জেলা রাজশাহীর বিভিন্ন উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় করোনা সংশ্লিষ্ট চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি প্রদান করেছেন।

    বিশেষ করে করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহকারী ও আইসোলেশনে কর্তব্যরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মাঝে সার্জিক্যাল মাস্ক, N-95 মাস্ক, প্রটেকটিভ এ্যাপ্রোন, হ্যান্ড গ্লাভস, প্রটেকটিভ চশমা, ফেইস শিল্ড এবং থার্মমিটার প্রদান হয়।

    গত শুক্রবার ও শনিবার প্রতিমন্ত্রীর সরবরাহকৃত এসব চিকিৎসা ও স্বাস্হ্য সুরক্ষা সরঞ্জামাদী রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এবং জেলার সকল উপজেলায় বিতরণের জন্য রাজশাহীর সিভিল সার্জনের নিকট হস্তান্তর করা হয়।

    পাশাপাশি প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা রাজশাহী-৬ এর চারঘাট ও বাঘা উপজেলায় জীবনের ঝুঁকি নিয়ে যেসকল ডাক্তার, নার্স, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা করোনা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত রয়েছেন তাদের আলাদাভাবে পিপিইসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদী প্রদান করা হয়েছে।

    উল্লেখ্য, করোনা সংশ্লিষ্ট চিকিৎসা সেবায় নিয়োজিত রাজশাহীর ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মাঝে বিতরণের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীন থেকে- ৩০০০ ডিসপোজাবল মেডিকেল সার্জিক্যাল মাস্ক, ৬০০ N-95 মাস্ক, ৩০০ প্রটেকটিভ এ্যাপ্রোন, ১০০ পিপিই, ২০০ জোড়া হ্যান্ড গ্লাভস, ২০০ প্রটেকটিভ চশমা, ২০০ প্রটেকটিভ ফেইস শিল্ড এবং ৮০টি তাপমাত্রা পরিমাপের থার্মমিটার নিয়ে আসেন।

    ইতোপূর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকাসহ আশেপাশের বিভিন্ন উপজেলায় ৫০ হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। ডাক্তারদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের পিপিই প্রদান করেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728