বড়াল নদী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক চারঘাট:
চারঘাটে বড়াল নদী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা খালে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
রাজশাহীর বাঘা-চারঘাট উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া রুস্তমপুর-কালুহাটির বড়াল নদীর ব্রিজের উত্তর দিকে শ্মশানঘাট এলাকা থেকে অজ্ঞাত (৪৫) ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে বাঘা ও চারঘাট থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার করে। লাশটি ভাসতে দেখে প্রথমে বাঘা থানায় খবর দেয়া হয়। ঘটনাস্থল বাঘা থানার মধ্যে না হওয়ায় পরে চারঘাট থানার পুলিশকে খবর দেয়া হয়। ঘটনাস্থল থেকে উভয় থানার পুলিশ ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে কলাপাতা রঙ্গের বোরকা ছিল।
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। পরে চারঘাট থানার পুলিশও ঘটনাস্থলে এসে উভয়ে মিলে লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
No comments