বাঘা পৌরবাসিকে মেয়র লিটন ও সাবেক মেয়র আক্কাছের ঈদের উপহার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
ঈদ উপলক্ষে বাঘা পৌরবাসিকে মানবিক সহায়তার তিন মেঃ টন চাউল উপহার দিয়েছেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। চালগুলো, বাঘা পৌর সভার সাবেক মেয়র ও আ’লীগ নেতা আক্কাছ আলীর মাধ্যমে বিতরণের জন্য তার কাছে পৌঁছে দেওয়া হয়। সাবেক মেয়র আক্কাছ আলী জানান,ওই চালের সাথে আমার নিজস্ব অর্থায়নে আরও তিন মেঃটন চাউলসহ ঈদের উপহার সামগ্রী হিসেবে ডাউল, সেমাই, চিনি দুধ, দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতরণ শুরু করেছি। বুধবার (২০-০৫-২০২০) থেকে বিতরণ শুরু করা হয়েছে বলে জানান তিনি। সেগুলো পাবেন ১০০০ পরিবার। ঈদের আগে চাল, ডাউল, সেমাই, চিনি দুধ পেয়ে খুশি হয়েছেন ভুক্তভ‚গিরা।##
No comments