চারঘাটে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ত্রান বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর চারঘাটে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ০৯ শতাধিক গরীব, দু:স্থ ও অসহায়দের মাঝে ত্রান সহায়তা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। যমুনা ব্যাংক চারঘাট শাখার আয়োজনে রবিবার বেলা ১২টায় চারঘাট ফরহাদ আলাউদ্দিন মডেল স্কুল মাঠে এসব ত্রান বিতরণ করা হয়।
যমুনা ব্যাংকের ত্রান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা, জেলা আ’লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, যমুনা ব্যাংক রাজশাহী জোনের জোনাল হেড মো: মঞ্জুরুল আহসান শাহ, যমুনা ব্যাংক চারঘাট শাখা ব্যবস্থাপক মো: সাখাওয়াত হোসেন প্রমুখ।
জোনাল হেড মো: মঞ্জুরুল আহসান শাহ বলেন,
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও আর্থিক সহায়তায় চারঘাট উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার ৯শ জনকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু ও ২ কেজি ডাল বিতরণ করা হয়েছে। যমুনা ব্যাংক দেশের যেকোন ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে থাকে। সেই ধারাবাহিকতায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি গরীব, দুস্থ ও অসহায় পরিবারগুলো।
No comments