Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় হতদরিদ্র ১২০ পরিবারকে ঈদসামগ্রী দিলো ৫ ভ্যানচালক


    বাঘা প্রতিনিধি : বাঘায় হতদরিদ্র ১২০ পরিবারকে ঈদসামগ্রী উপহার দিয়েছে আড়ানী রেলস্টেশন এলাকার নুরনগর গ্রামের ৫ জন ভ্যানচালক। এরা হলেন- জুয়েল রানা, শরিফ উদ্দিন, ছোটন হোসেন, ফিরোজ আহম্মেদ, আরিফ হোসেন। মঙ্গলবার (১৯ মে) তাদের নিজস্ব অর্থায়নে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল সেমাই, দুধ, চিনি, ময়দা।

    তারা জানান, দীর্ঘদিন থেকে রাস্তায় ভ্যান চালিয়ে সংসার চালান। করোনা ভাইরাস সংক্রমনের এই সময়ে আমরা কোন হালে দিন পার করলেও আমাদের চেয়ে দরিদ্র অনেকে কষ্টে দিন পার করছে। নিজেদের দিন যাপনের সাথে অতিদরিদ্রদের কথা নাড়া দেয়। সেই চিন্তা থেকে আমরা ৫ বন্ধু একত্রিত হই এবং আমাদের চেয়ে যারা বেশি দরিদ্রদের তাদের তালিকা তৈরী করে নুরনগর কদম তলা এলাকায় এই ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। তাদের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

    আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম বলেন, ভাঙ্গা ঘরে বসবাস করে তারা যে মানবতা দেখিয়েছে, তা দেশের এই পরিস্থিতির সময়ে অনন্য দৃষ্টান্ত।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728