Header Ads

  • সর্বশেষ খবর

    সুপারহিরো থ্রিলার ‘দ্য ওল্ড গার্ড’অভিনেত্রী চারলিজ থেরন


    নিউজ ডেস্ক:
    একদল অমর যোদ্ধা আছেন পৃথিবীতে। তারা প্রকাশ্যে আসেন না। যুগ যুগ ধরে অন্তরালে থেকে তারা পৃথিবীকে রক্ষা করে যাচ্ছেন। এমনই এক সুপারহিরো থ্রিলার ‘দ্য ওল্ড গার্ড’ আসছে নেটফ্লিক্সে। ‘দ্য ওল্ড গার্ড’ সিনেমায় প্রধান চরিত্রে আছেন অভিনেত্রী চারলিজ থেরন। সিনেমায় থেরনের চরিত্রের নাম অ্যান্ডি।

    তিনি নতুন একটি মেয়েকে তাদের দলে নিয়োগ দেন। অর্থাৎ তাদের ক্ষমতা নতুন কাউকে অর্পণ করা যায়। কিন্তু আধুনিক বিশ্বে ভাড়াটেদের পক্ষে বিপদ ওঁৎ পেতে থাকে পদে পদে। মৃত্যুকে জয় করার তীব্র বাসনা সবার মধ্যেই থাকে। তবে অশুভ শক্তি কিংবা রাষ্ট্রের সরকার তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সম্ভাবনাও রয়েছে। চারলিজ থেরন বরাবরই অ্যাকশন দৃশ্যের উপস্থাপনায় পটু##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728