বাঘায় আগুনে পুড়ে ঠাঁই হারালো প্রতিবন্ধী
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে ভস্মিভ‚ত হয়েছে এক প্রতিবন্ধীর ঘর-বাড়ি। এতে ক্ষতি হয়েছে প্রায় ১ লক্ষ টাকার। রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। এতে মাথা গোঁজার ঠাঁই হারালো প্রতিবন্ধী।
সোমবার (১৮-০৫-২০২০) দুপুরের পর উপজেলার খাঁয়েরহাট গ্রামের প্রতিবন্ধী কহিনুর বেওয়ার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিস সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ও গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি)ঘটনাস্থাল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান ইউএনও। ##
No comments