Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে আ`লীগ নেতা একরামুল হকের খাদ্য সামগ্রী বিতরণ


    নিজস্ব প্রতিবেদক:
    সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ চারঘাট উপজেলার পৌর এলাকার কর্মহীন বেকার নারী-পুরুষদের মধ্যে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আ`লীগের বর্তমান সাধারন সম্পাদক একরামুল হক।

    আজ সোমবার বিকেলে সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ত্রান হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

    একরামুল হকের ব্যাক্তিগত তহবিল থেকে পর্যায়ক্রমে উপজেলার ৬৫০ টি পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হবে।

    একরামুল হক এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক জনসাধারণকে ঘরে থাকার আহ্বান জানান।

    তিনি বলেন, দেশের এই দুর্যোগ মুহুর্তে চারঘাট পৌরসভার ঘরবন্দি দিনমজুর ও গরিব মানুষগুলোকে না খেয়ে থাকতে যেন না হয়, সেজন্যই চারঘাট-বাঘার অভিভাবক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্দেশে আমি এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এ ধারা ভবিষতেও অব্যাহত থাকবে।

    খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা আ`লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর আ`লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষার, সাধারন সম্পাদক রায়হানুল হক রানা, পৌর সম্পাদক মনিরুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728