Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে ভিক্ষুকদের পাশে দাঁড়িয়ে গ্রামীণ ব্যাংক


    নিজস্ব প্রতিবেদক:
    করোনা ভাইরাসে স্তব্দ পুরো বাংলাদেশ। করোনার প্রভাবে অসহায় হয়ে পড়েছেন খেটে খাওয়া সাধারন মানুষ। সারাদেশের মত রাজশাহীর চারঘাট উপজেলায় লক ডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ও অসহায় হতদরিদ্র মানুষের কল্যানে শুরু থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গ্রামীণ ব্যাংক।

    তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯ টার সময় চারঘাট উপজেলার গ্রামীণ ব্যাংক নিমপাড়া চারঘাট শাখা অফিসে অসহায় দুঃস্থ ভিক্ষুকদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়েছে।
    \
    উক্ত শাখার আয়োজনে জনপ্রতি ৩২০০ টাকার প্যাকেজ সংগ্রামী সদস্য (দুঃস্থ,ভিক্ষুক) দের হাতে তুলে দেন। গ্রামীণ ব্যাংকের এসব ত্রান পেয়ে ব্যাপক আনন্দ প্রকাশ করেছেন অসহায় দুঃস্থ মানুষগুলো।

    গ্রামীণ ব্যাংক এসব অসহায়দের সংগ্রামী সদস্য হিসেবে আখ্যায়িত করেন। দ্বিতীয় দফায় ৯ জন ভিক্ষুকদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

    ৩২০০ টাকা সমমুল্যের প্যাকেজের মধ্যে ছিলো চাউল ৩০ কেজী,ডাল ৪ কেজী,আলু ৮ কেজী,লবন ২ কেজী,পিয়াজ ৪ কেজী,তেল ২ লিটার,সাবান ৪ পিচ।এছাড়াও প্রত্যেকজনকে নগদ ৬০০ টাকা প্রদান করা হয়।

    ত্রাণ নিতে আসা উপজেলার খোর্দগোবিন্দপুর গ্রামের ভিক্ষুক রেজিয়া বেওয়া বলেন,দুনিয়ায় আমার কেউ নাই। করোনার কারনে বাড়ি থেকে বের হতে পারিনি তার জন্য বাড়িতে খাবার মত কিছু নেই। গ্রামীণ ব্যাংকের সাহায্য পেলাম আজ তাতে আমার ২ মাস চলে যাবে। পাওয়া পত্যেকের চোখে এক অন্য রকম আনন্দ বিরাজ করতে দেখা যায়।

    ত্রাণ বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক রাজশাহী জোনের জোনাল ম্যানেজার অমরেন্দ্রনাথ চক্রবর্তী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুঠিয়া এরিয়ার এরিয়া ম্যানেজার আঃ সাত্তার।এছাড়াও অত্র শাখার ব্যবস্থাপক নাজিরুদ্দিন সহ আরও অনেকে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728