বাঘায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলো আশা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও নিম্ন আয়ের ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বেসরকারি সংস্থা আশা। সোমবার (১১-০৫-২০২০) উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ওইসব পরিবারকে এই সহায়তা দেয়া হয়। এর আগে উপজেলা নির্বাহি অফিসারের নিকট ২০০ প্যাকেট খাদ্য সমগ্রী হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা এই ত্রাণ সামগ্রী গ্রহন করেন।
এই খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবন ও ১ লিটার সোয়াবিন তৈল। এসব খাদ্য সামগ্রী হস্তান্তরের সময় আশার পক্ষে উপস্থিত ছিলেন, ডিষ্ট্রিক ম্যানেজার আজিম উদ্দীন, আরএম হাফিজুর রহমান,সিনিয়র বিএম আব্দুস সাত্তার,সিনিয়র বিএম মফিজুর রহমান ও এবিএম জহুরুল ইসলাম প্রমূখ। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাভভোকেট লায়েব উদ্দীন লাভলু,উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা।##
No comments