নওগাঁয় নতুন করোনা আক্রান্ত সবাই পুলিশ
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর ২৪৪ জনের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯২ জনে। নতুন করে আক্রান্ত তিনজনই পুলিশ সদস্য বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান আলাল ।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার আইইডিসিইআর থেকে ২৪৪টি নমুনার ফলাফল আসে। এদের মধ্যে তিন জনের রিপোর্ট পজেটিভ আসে এবং তারা তিন জনই পুলিশ সদস্য।
তিনি বলেন, আক্রান্ত কারও শরীরের করোনাভাইরাসের কোন উপসর্গ নেই। আক্রান্তদের শারীরিক অবস্থা নিশ্চিত করে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
এ দিকে, জেলায় ৯২ জনের করোনাভাইরাস শনাক্তদের মধ্যে ১৪ জনই পুলিশ সদস্য বলে জানিয়েছেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। এদের মধ্যে ছয়জন নওগাঁ সদর পুলিশ লাইনের, একজন ডিবি পুলিশ এবং বাঁকি সাতজন পত্নীতলা থানায় কর্মরত।
পুলিশ সুপার বলেন, জেলায় ১৪ জন পুলিশের মধ্যে দুইজন পরিদর্শক, তিন জন উপ-পরিদর্শক রয়েছেন। বাকিদের মধ্যে একজন অতিরিক্ত উপ-পরিদর্শক এবং বাঁকি ৮ জন পুলিশ সদস্য।
তিনি জানান, পুলিশ সদস্যরা তাদের কর্তব্য পালন করতে গিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সকলকে হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং তাদের সকলের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।##
No comments