ঈদগাহ মাঠে নামাজ আদায় নিয়ে সংঘর্ষ
নিউজ ডেস্ক:
বগুড়ায় ঈদের নামাজ আদায় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের ডেরাহার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হানিফ (৩০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সোহাগ হোসেনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির।
ওসি শওকত কবির জানান, সোমবার সকাল ৯টায় ছোট ডেরাহার মাদ্রাসা মসজিদে গ্রামের কিছু মানুষ ঈদের নামাজ আদায় করেন। তবে তার আগে গ্রামের রেজা ও আলমের নেতৃত্বে কিছু লোক স্থানীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন। নামাজ শেষে রেজা ও আলমসহ অন্যান্য লোকজন মসজিদে নামাজ আদায় করার জন্য মসজিদের মুহতামিমকে গালিগালাজ করেন।
এ সময় শামিমসহ উপস্থিত লোকজন প্রতিবাদ করলে হানিফ নামের একজনকে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। তারপরেই দুই পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ইউপি সদস্য সোহাগ হোসেনসহ দুইজনকে আটক করা হয়েছে।##
No comments