মা হলেন কোয়েল, ছেলের প্রথম ছবি শেয়ার করলেন অভিনেত্রী
দর্পণ নিউজ ডেস্ক : দেশজুড়ে যখন লকডাউন চলছে, সেই সময় যেন খুশির হাওয়া মল্লিক বাড়িতে। ৫ এপ্রিল ভোরে মা হন কোয়েল মল্লিক। টলিউডের প্রথম সারির অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া টিনসেল টাউনে। পাশাপাশি প্রিয় অভিনেত্রীর মা হওয়ার খবরে খুশি কোয়েলের ভক্তরাও।
মঙ্গলবার ভোর ৫টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কোয়েলের সন্তানের জন্ম হয়। কোয়েলের মা হওয়ার খবরে বর্তমান পরিস্থিতির মধ্যেও উচ্ছ্বসিত মল্লিক বাড়ি। দাদু হওয়ার আনন্দ সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নেন রঞ্জিত মল্লিকও। বলেন, "লকডাউনে এর থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না। মা ও ছেলে দুজনেই ভালো রয়েছে।"
এবার সদ্যোজাতর ছবি শেয়ার করলেন কোয়েল। অভিনেত্রীর সোশ্যাল হ্যান্ডেলে দেখা যায় সেই ছবি। যেখানে হাসপাতালে কোয়েল এবং ছোট্ট ছেলের পাশে দাঁড়িয়ে রয়েছেন নিসপাল সিং।
রাজশাহীর দর্পণ২৪.কম
No comments