ইমাম-মোয়াজ্জেমদের আড়ানি পৌর মেয়রের ঈদের উপহার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
ঈদ উপলক্ষে আড়ানি পৌর এলাকার ৩৪ টা মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে আড়ানির পৌর মেয়র মুক্তার আলীর নিজ তহবিল থেকে নগদ অর্থ আর চালের সাথে সেমাই চিনির প্যাকেট তাদেরকে উপহার দেওয়া হয়। বুধবার (২০-০৫-২০২০) আড়ানি পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে বিতরণ শুরু করা হয়। প্রতিজনের প্যাকেটের সাথে ইমামকে ১০০০ (এক) হাজার টাকা ও মোয়াজ্জেমকে ৫০০(পাঁচ)শত টাকা করে দেওয়া হয়।
এ সময় উপস্তিত ছিলেন আড়ানি কেন্দীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাহবুবুর আলমসহ,সভাপতি,সেক্রেটারি,ক্যাশিয়ার, আড়ানি পৌর সভার সচিব ও কাউন্সিলর বৃন্দ। মেয়র মুক্তার আলী বলেন আমার মানবিক সহায়তার দান হিসেবে এগুলো তাদের দেওয়া হয়েছে। ঈদের আগে , চাল,সেমাই, চিনি ও নগদ অর্থ পেয়ে খুশি হয়েছেন ভুক্তভ‚গিরা।##
No comments