রাজশাহীতে আনসার ও ভিডিপির বাহিনীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে জেলার বাঘা উপজেলার স্বেচ্ছাসেবী দুস্থ আনসার ও ভিডিপির সদস্য ও সদস্যাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১ টায় রাজশাহী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বাঘা উপজেলার তিনটি ভেন্যুতে তিনশত জন দুস্থ আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের মধ্যে নিদিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।
খাদ্য সামগ্রী হিসাবে চাল, ডাল, আলু, তেল, পিয়াজ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন রেজা, রাজশাহী জেলার আনসার ও ভিডিপি বাহিনীর সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি অফিসার কর্মকর্তা, মিলন কুমার দাস, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও আনসার ভিডিপি সদস্য সদস্যা বৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার পাশাপাশি করোনাভাইরাস এর আতঙ্কে মানুষ যখন দিশেহারা ঠিক তখনই সাহায্যকারী বাহিনীর বিশেষ ভূমিকা পালন করেছেন আনসার ভিডিপির সদস্য সদস্যরা।এ সময় আমিও তাদের পাশে কেচি দায়িত্বশীল ভূমিকায়। আনসার ভিডিপি সদস্য সদস্যরা জাতির ক্রান্তিলগ্নে তাদের সঠিক দায়িত্ব পালন করেছেন এর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।
সহকারী সহকারী পরিচালক তার বক্তব্যে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আপনারাই একদম গ্রাম পর্যায় থেকে কাজ করে যাচ্ছেন। তবে অবশ্যই নিরাপত্তার সহিত দায়িত্ব পালন করতে হবে। এসময় তিনি সামাজিক দূরত্ব বজায় রাখা, বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম খাদ্যাভ্যাস সহ গুজবে কান না দিয়ে আতংকিত না হয়ে সবাইকে সচেতন হয়ে কাজ করে যাবার আহ্বান জানান। তিনি বলেন করোনা প্রতিরোধে ও দেশের অর্থনীতির চাকা সচল রাখতেও আপনাদের ভূমিকা রাখতে হবে। এছাড়াও দেশের সর্ববৃহৎ এই বাহিনীর সদস্যদের প্রতি নানান পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস বলেন, আমি ব্যাক্তিগত ভাবে এরকম উদ্যোগ কে সাধুবাদ জানাই এবং জেলা কমান্ড্যান্ট কে ধন্যবাদ জানাই। হয়তো এই খাদ্যসামগ্রী গুলো তেমন কিছুই নয় তবে অনুপ্রেরণা অবশ্যই জোগাবে। এসময় তিনি সবাইকে সাবধানে নিরাপত্তার সহিত দায়িত্ব পালন করে যাবার আহ্বান জানান।
No comments