Header Ads

  • সর্বশেষ খবর

    ভারতে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়াল


    নিউজ ডেস্ক:
    ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। এর আগে একদিনেই দেশটিতে চার হাজারের বেশি মানুষ আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে।

    এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০৪ জন। এর মধ্যে লকডাউন কিছুটা শিথিল করার প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার থেকে ভারতের প্রধান শহরগুলোর মধ্যে কিছু ট্রেন চলাচল আবার শুরু হতে যাচ্ছে।

    আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৭০ হাজার ৭৮০ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে ৮৭ জন করোনা রোগী।

    এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ২৯৪ জন। সুস্থ হয়েছেন ২২ হাজার ৫৯৪ জন। হাসপাতালে ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ৪৩ হাজার ৯৮০ জন। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৯ হাজাত ৩৭টি নমুনা পরীক্ষায় এসব তথ্য মিলেছে।

    বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কাছে যেন জিম্মি হয়ে পড়েছে বিশ্ব। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজার হাজার মানুষ। আক্রান্তও বাড়ছে পাল্লা দিয়ে। এরইমধ্যে মৃত্যুর সংখ্যা প্রায় ২ লাখ ৮৭ হাজারে গিয়ে পৌঁছেছে।

    করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ৩৩২ জনে। আর আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ২৫ হাজার ৬০১ জন।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728