Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহীর দুর্গাপুর উপজেলায় টয়লেটের হাউজে পড়ে মা-ছেলের মৃত্যু !

    টয়লেটের হাউজে পড়ে মা-ছেলের মৃত্যু
    দুর্গাপুর প্রতিনিধি:
    রাজশাহীতে টয়লেটের হাউজে পড়ে মা-ছেলের মৃত্যু
    রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে টয়লেটের হাউজে পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। জড়ে যাওয়া মোবাইল ফোন উঠাতে গিয়ে তারা হাউজের মধ্য পড়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কিশমতগণকড় ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য আজম আলী।

    নিহতরা হলেন, মো. রাসেল (১৬) ও তার মা ফিরোজা বেগমের (৩৮)। তারা কয়ামাজমপুর গ্রামের চায়ের দোকানদার কুদ্দুস পাইকের স্ত্রী ও ছেলে। নিহত রাসেল কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। আগামী ৩১ তারিখ তার ফলাফল প্রকাশ হওয়ার কথা।
    www.rajshahirdorpon24.com
    আজম আলী জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাসেল তাদের পারিবারিক কাঁচা টয়লটে যান। এসময় টয়লটের হাউজে রাসেলের স্মার্ট ফোনটি পড়ে যায়। পরে প্যান সরিয়ে হাউজ থেকে মোবাইলটি উদ্ধার করতে গিয়ে হাউজের মধ্য পড়ে যায়। পড়ে যাওয়ার পর সে মাকে চিৎকার করে ডাক দিলে তার মা ফিরোজা বেগম ছেলেকে উদ্ধার করতে গিয়ে সেও হাউজের মধ্যে পড়ে যায়। এতে মা ও ছেলে দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয় বাড়ির লোকজন টের পেয়ে হাউজ থেকে তাদের উদ্ধার করে।
    দুর্গাপুর থানার ওসি খুরশিদা বানু কণা জানান, ঘটনাটি শোনার পর পুলিশ পাঠানো হয়। তারা কিভাবে হাউজে পড়ে গেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728