Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটের বাজারে দেশী লিচু, চড়া দাম


    নিজস্ব প্রতিবেদকঃ
    মধুমাসের আজ ৩য় দিন। প্রায় সপ্তাহ খানেক আগে থেকেই রাজশাহীর চারঘাট বাজারে উঠতে শুরু করেছে ‘অতিথি’ ফল খ্যাত লিচু। বাজারে কেবল দেশীয় জাতের লিচু পাওয়া যাচ্ছে। চড়া দাম ও করোনা আতঙ্কে এ লিচু ক্রেতারা কিনছেন দেখেশুনে। ফলে চারঘাটে লিচুর বিকিকিনি এখনও জমে ওঠেনি।

    চারঘাট বাজারে লিচুর পসরা সাজিয়ে বসেছেন আব্দুল খালেক ও শফিউল। মৌসুমী এ দুই ফল ব্যবসায়ী জানিয়েছেন, এখন বাজারে এসেছে গুটি লিচু। চারঘাটের আশেপাশের বাগানগুলো থেকে লিচু এনে বিক্রি করছেন তারা। প্রতি একশ লিচু বিক্রি হচ্ছে আড়াইশ থেকে চারশ টাকায়। দাম চড়া এটি মানছেন তারা।

    সরদহ এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম লিচু ব্যবসায় যুক্ত এক যুগ। তিনি বলেন, ক্রেতারা বেশ আগ্রহ নিয়েই লিচু দেখছেন। কিন্তু দাম শোনার পর বেশিরভাগ ক্রেতাই পিছুটান দিচ্ছেন। দাম চড়া এবং করোনা আতঙ্কের কারনে ক্রেতারা এখনও লিচু বিমুখ। তবে লিচু পর্যাপ্ত আমদানি হলে বাজার জমে উঠবে বলে জানান তিনি।

    চারঘাট উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, রাজশাহী অঞ্চলে মূলত উন্নতমানের জাত হিসেবে পরিচিত মাদ্রাজি, বোম্বাই, কাদমি, মোজাফ্ফরপুরী, বেদানা, কালীবাড়ি, মঙ্গলবাড়ি, চায়না-৩, বারি-১, বারি-২ ও বারি-৩ জাতের লিচু উৎপাদিত হয়। এসব লিচুর মোট উৎপাদনও বেশি, আবার আকারেও বড়। রঙেও আকর্ষণীয়।

    চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মুনজুর রহমান জানান, সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে বাণিজ্যিক কিছু লিচু বাগান গড়ে উঠেছে। তবে সেটা অনেক কম। বাড়ির পাশে শখের বসে লিচু গাছ লাগানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728