চারঘাটে কর্মহীন ভ্যান চালকদের পাশে যুবলীগ সভাপতি মামুন
নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হাট বাজার ও গণজমায়েত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মানুষের চলাফেরা এখন নিয়ন্ত্রিত। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, ভ্যানচালকসহ নিম্ন আয়ের শ্রমজীবীরা। তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন রাজশাহীর চারঘাট উপজেলা যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন।
যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুনের ব্যাক্তিগত তহবিল থেকে চারঘাট পৌরসভার ৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ২০০ জন কর্মহীন ভ্যান চালকদের ঈদ উপহার বিতরণ করেছেন। ঈদ উপহারের প্রতি প্যাকেটে ছিল সেমাই, চিনি, দুধ ও পোলাও চাল।
ঈদ উপহার পেয়ে উপজেলার মেরামাতপুর গ্রামের ভ্যান চালক সান্টু আলী বলেন, রাস্তায় লোকজন একেবারেই কম। সেজন্য ভাড়া মেরে চার সদস্যের সংসার চালানো অনেক কঠিন হয়ে পড়েছে। মামুন ভাই সেমাই,চিনি,দুধ ও পোলাও চাল দিয়েছেন। তবুও ঈদের দিনটা একটু নিশ্চিন্ত হলাম। কাজী মাহমুদুল হাসান মামুন সকল ভ্যান চালকদের সার্বিক বিষয়ে খোজ খবর নিয়েছেন বলে জানান তিনি।
এ বিষয়ে চারঘাট উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন বলেন, করোনাভাইরাসের এই মহামারিতে সাধারণ খেটে খাওয়া কর্মহীন মানুষের করুণ অবস্থা চলছে। আমাদের সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় কর্মহীন মানুষ আর না খেয়ে থাকবে না। সেজন্য মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভাইয়ের নির্দেশে নিজ উদ্যোগে কিছু কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি ইতিমধ্যে ব্যাক্তিগত তহবিল থেকে পৌরসভার বিভিন্ন এলাকার কর্মহীন পরিবারগুলোর কাছে খাবার পৌঁছে দিয়েছি।
তিনি ঈদ উপহার বিতরনের সময় ভ্যান চালকদের উদ্দেশে বলেন, আপনারা করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সরকারের সকল বিধি নিষেধ মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, নিজেদের দূরত্ব বজায় রাখুন। আপনাদের সচেতনতাই আপনারা সুস্থ থাকবেন। নিজে সুস্থ থাকুক, অন্যকেও সুস্থ রাখুন।##
No comments